Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

Yamaha R15 v3 Price in Bangladesh :


Yamaha R15 v3 মোটরসাইকেলটি ইয়ামাহা কোম্পানির একটি পণ্য। ইয়ামাহা কোম্পানিটি জাপানি ব্র্যান্ডের। ইয়ামাহা R15 v3 ইন্দোনেশিয়াতে তৈরি করা হয়েছে। ১৫০ সিসি স্পোর্টস বাইকে সর্বাধিক জনপ্রিয় ইয়ামাহার R15 v2 বাইকটি ২০১১ সালে বাজারে এসেছে। তাই ২০১৭ সালে ইয়ামাহা ইন্দোনেশিয়াতে R15 এর একটি নতুন সংস্করণ চালু করেছিল যা ইয়ামাহা ইজেডএফআর 15 ভি 3 নামে পরিচিত। বাইকটি ১৮ ই মার্চ, ২০১৮ সালে বাজারে আসে। এটি ভারতের সবচেয়ে শক্তিশালী ১৫০ সিসি মোটরসাইকেল। ইয়ামাহা R15 v3 ১৫০ সিসি একটি নতুন ডিজাইনের বাইক। ইয়ামাহা মোটরসাইকেল কোম্পানি যারা বিশ্বের প্রায় সব দেশে মোটরসাইকেল সরবরাহ করে থাকে।

Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

Yamaha R15 v3 মোটরসাইকেলটি থান্ডার গ্রে, রেসিং ব্লু, Motogp ব্লু এই তিনটি কালারে পাওয়া যায়।
বাংলাদেশে বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ৫,২৪,০০০ টাকা। মোটরসাইকেলটিতে ডিজাইন পরিবর্তনের সাথে সাথে ইঞ্জিনেরও অনেক পরিবর্তন করেছে। এই বাইকের চাহিদা ব্যাপক এবং গুনগত মানও অনেক ভালো।

Yamaha R15 v3 মোটরসাইকেলটি থান্ডার গ্রে, রেসিং ব্লু, Motogp ব্লু এই তিনটি কালারে পাওয়া যায়। বাংলাদেশে বাইকটির দাম নির্ধারণ করা হয়েছে ৫,২৪,০০০ টাকা। মোটরসাইকেলটিতে ডিজাইন পরিবর্তনের সাথে সাথে ইঞ্জিনেরও অনেক পরিবর্তন করেছে। এই বাইকের চাহিদা ব্যাপক এবং গুনগত মানও অনেক ভালো।

ডিজাইনঃ ডিজাইন অনুযায়ী এই মোটরসাইকেলের সৌন্দর্য অনেক। নতুন R1 এবং R6 এর ডিজাইন অনুসরণ করে R15 ভি 3'র ডিজাইন করা হয়েছে। R সিরিজের মোটরসাইকেল ডিজাইন হতে নতুন R সিরিজের মোটরসাইকেল ডিজাইন করে থাকে ইয়ামাহা কোম্পানি। বাইকটির সামনে ফেয়ারিং টেইল সেকশন সাথে ফুয়েল ট্যাঙ্ক বরাবর লেজ সেকশনে ডিজাইনার পেশী এবং আক্রমনাত্মক চেহারা করার জন্য ডিজাইনটি করা হয়েছে। সামনে মুখোশ আরো বৃত্তাকার এবং মোটরসাইকেল আরো অ্যারোডাইনামিক ভাবে তৈরি করে পুরো সামনে পুনরায় ডিজাইন করা হয়েছে। R125 থেকে অনুপ্রাণিত হয়ে Yamaha R15 v3 এর সামনে এয়ার ইনটেক যোগ করা হয়েছে। Yamaha R15 v3 বাইকটি নিখুঁত করা হয়েছে যাতে Honda CBR 150R এবং Suzuki GSXR 150 এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে পারে।

Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

ইঞ্জিনঃ যেকোনো YZF ইঞ্জিন এবং যেকোনো ইয়ামাহা বাইকের ইঞ্জিনের চেয়ে Yamaha R15 v3 ইঞ্জিন সেরা। YZF ইঞ্জিন এবং R15 v3 ইঞ্জিন কোন পার্থক্য নেই শুধু আগের ভার্সনটি আপডেট করা হয়েছে। ইয়ামাহা R15 v3 সিঙ্গেল সিলিন্ডার এবং ৪ ভাল্ভ ইঞ্জিন। বাইকের ইঞ্জিনটি প্রায় ১৮.৭ বিএইচপি @ ১০০০০ আরপিএম এবং ১৫ এনএম টর্ক @ ৮৫০০ আরপিএম দিতে সক্ষম।


গিয়ারঃ ইয়ামাহা R15 v3 বাইকটিতে তে ৬ টি গিয়ার প্যাটার্ন সংযুক্ত করা হয়েছে। এই বাইকে সামনে ১ টি এবং পিছনে ৫ টি গিয়ার প্যাটার্ন ।

Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

স্পীড এবং মাইলেজঃ ইয়ামাহা R15 v3 বাইকটি ১৫৫.১ সিসি। এই মোটরসাইকেলটি ঘণ্টায় ১৩৪ কিলোমিটার গতিতে ছুটতে পারে সক্ষম, যা খুব ভালো মানের গতি। ০ - ৬০ কিলোমিটার ঘণ্টায় গতি তুলতে ৪.৩ সেকেন্ড সময় লাগে এবং ০ - ১০০ কিলোমিটার ঘণ্টায় গতি তুলতে ১০.১ সেকেন্ড সময় লাগে ঘড়ি ধরে । মোটরসাইকেলটিতে প্রতি লিটারে 30 কিলোমিটার পৌঁছাতে সক্ষম।

ফুয়েল ট্যাঙ্কঃ ইয়ামাহা R15 v3 বাইকটিতে সর্বোচ্চ ১১ লিটার পর্যন্ত ফুয়েল ধারণ ক্ষমতা। এবং রিজার্ব ফুয়েল ধারণ ক্ষমতা 1.1 লিটার। যা দৈনিক আরামে বাইক রাইড করা যাবে। ফুল ট্যাঙ্ক ফুয়েল ভর্তি করলে ৩৩০ কিলোমিটার পর্যন্ত ভ্রমন করা যায়।

Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

সাস্পেনশনঃ ইয়ামাহা R15 v3 এ একটি উল্কা কুণ্ডলী কয়েল স্প্রিঙের সঙ্গে সজ্জিত করা হয়েছে এবং সামনের নকশাকৃত কাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্মের সাথে সংযুক্ত রয়েছে । মোনো শক টাইপ পিছনে সংযুক্ত করা হয়েছে।

Yamaha R15 v3 এর স্পেসিফিকেশন, ফিচার রিভিউ, দাম, টপ স্পীড

সাস্পেনশনঃ ইয়ামাহা R15 v3 এ একটি উল্কা কুণ্ডলী কয়েল স্প্রিঙের সঙ্গে সজ্জিত করা হয়েছে এবং সামনের নকশাকৃত কাস্ট অ্যালুমিনিয়াম সুইং আর্মের সাথে সংযুক্ত রয়েছে । মোনো শক টাইপ পিছনে সংযুক্ত করা হয়েছে।

ব্রেকঃ ইয়ামাহা R15 v3 তে দুটি ব্রেক রয়েছে । দুটি ব্রেক - ফ্রন্ট ডিস্ক এবং রিয়ার ডিস্ক। ফ্রন্ট ডিস্ক ব্রেক ২৮২মি.মি এবং রিয়ার ডিস্ক ব্রেক ২৪০ মি.মি।

টায়ারঃ ইয়ামাহা R15 v3 তে সামনের এবং পিছনের চাকা টিউবলেছ। সামনের চাকা ১০০/৮০-১৭ টিউবলেছ এবং পিছনের চাকা ১৪০/৭০-১৭ টিউবলেছ।

ইলেক্ট্রনিক্সঃ ইয়ামাহা R15 v3 তে একটি GTZ4V বা YTZ4V 12V 3.5Ah ব্যাটারি আছে। এই বাইকে LED লেম্প, Low বিম, High বিম, LED লাইট সেট আপ, এবং LED টার্ন সিগন্যাল লাইট দেওয়া আছে।

ওজনঃ ইয়ামাহা R15 v3 এর ওজন ১৩৯ কেজি। বাইকটি ড্রাইভ করা অনেক আরামদায়ক।

দামঃ ইয়ামাহা R15 v3 বর্তমানে বাংলাদেশ বাজারে এর মূল্য ৫,২৪,০০০ টাকা।

পরিশেষেঃ ইয়ামাহা R15 v3 মোটরসাইকেলটি খুব সুন্দর এবং অসাধারণ। বাইকটির ইঞ্জিন খুবই শক্তিশালী। এই বাইকটি মধ্যম বাজেটের বাইক জার ফলে এই বাইক প্রেমীরা সহজেই ক্রয় করতে পারে।


Yamaha R15 v3 Short Features :


■ বাইকটি ১৫৫.১ সিসি সিঙ্গেল সিলিন্ডার ৪ ভাল্ভ যুক্ত ইঞ্জিন।

■ বাইকের ইঞ্জিনটি অয়েল কুল্ড দেওয়া আছে

■ বাইকটির ইঞ্জিনে প্রায় ১৮.৭ বিএইচপি @ ১০০০০ আরপিএম এবং ১৫ এনএম টর্ক @ ৮৫০০ আরপিএম দিতে সক্ষম

■ বাইকটির ওজন ১৩৯ কেজি

■ বাইকটি ১১ লিটার ফুয়েল এবং ১.৫ লিটার রিজার্ব ফুয়েল নিতে সক্ষম

■ ০ - ৬০ কিলোমিটার ঘণ্টায় গতি তুলতে ৪.৩ সেকেন্ড সময় লাগে

■ ০ - ১০০ কিলোমিটার ঘণ্টায় গতি তুলতে ১০.১ সেকেন্ড সময় লাগে


You might like:

TVS Apache RTR 160 4V এর স্পেসিফিকেশন

ডিস্ক ব্রেক বনাম ড্রাম ব্রেক
Previous Post
Next Post

post written by:

Bikeinfobd is a Motorcycle Website Which is Provide all Motorcycle company information of the World such as Motorcycle Specifications, Reviews, Top Speed Test Videos, Motorcycle Pictures, Mileage Test information, and Provides All Motorcycle brand information of the Whole World.

0 Comments: